মানুষের মস্তিস্ক সম্পর্কে কিছু মজার তথ্য
মানুষের দেহে যত অঙ্গ রয়েছে তার মধ্যে মস্তিস্ক সম্ভবত সবচেয়ে
রহস্যময়। অনেক বিজ্ঞানী মনে করে থাকেন মানুষের মনের স্থান মস্তিস্কে! যুগ যুগ ধরে
এটা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আসুন জেনে নেই প্রাণীর মস্তিস্ক সম্পর্কে কিছু
মজার তথ্য –
· বিশ্বাস করুন আর নাই করুন প্রথম মস্তিস্ক সার্জারি হয়েছিল প্রস্তর যুগে!
· প্রাপ্তবয়স্ক একজন মানুষের মস্তিষ্কর ভর ১.৩৬ কেজি।
· মস্তিষ্কের ৭৫ ভাগ পানি, তাই কোন কারনে আমাদের শরীরে পানির অভাব হলে মস্তিস্ক
পুরোপুরি উল্টো আচরন করে বসতে পারে!
· প্রানিজগতে সবচেয়ে বড় মস্তিষ্কের মালিক স্পারম তিমি। এর মস্তিষ্কের ওজন প্রায়
সোয়া আট কেজি!
· মানুষের মস্তিস্ক তার জন্মের ১৮ বছর পর্যন্ত বৃদ্ধি পায়।
· মানুষের ঘাড় এবং মাথায় যে পেশী এবং স্নায়ু আছে তাদের রাসায়নিক বিক্রিয়ার তারতম্যের
কারন হল মাথাব্যাথা।
· মানুষের মস্তিস্কে প্রায় এক হাজার কোটি স্নায়ু কোষ রয়েছে!
· একটি ভ্রান্ত ধারণা হল মানুষ তার মস্তিষ্কের মাত্র ১০ ভাগ ব্যাবহার করে, আসলে
মানুষ বিভিন্ন সময়ে তার মস্তিষ্কের প্রায় পুরোটাই ব্যাবহার করে থাকে। কেবল ঘুমন্ত অবস্থাতেই
ব্যাবহার হয় ১০ ভাগ।
· মনে করা হয়ে থাকে স্বপ্ন হল কল্পনা, মানসিক বিষয় এবং স্নায়ুতান্ত্রিক কার্যকলাপের
সমন্বয়। এটা যদি সত্যি হিসেবে ধরে নেয়া যায় তাহলে প্রমান হয় যে আমরা যখন ঘুমিয়ে থাকি
তখনো আমাদের মস্তিস্ক সজাগ থাকে।
· মস্তিস্ক কখনো ব্যাথা অনুভব করে না, সে কেবল ব্যাথার সংকেত কে বিশ্লেষণ
করে মাত্র।
· আমাদের মধ্যবয়স থেকে মস্তিষ্কের স্নায়ুকোষের সংখ্যা কমা শুরু হয়।
· প্রাচীনকালে মিসরীয়রা যখন মমি তৈরি করত তখন মানুষের মস্তিস্ক নাকের ফুটো দিয়ে
বের করা হতো।
· সমগ্র শরীরের ২০ ভাগ পানি এবং রক্ত ব্যাবহার করে মস্তিস্ক!
· অক্সিজেন এর সরবরাহ বন্ধ হয়ে গেলেও ৭-৮ মিনিট পর্যন্ত মানুষের মস্তিস্ক সচল থাকতে
পারে।
· মানুষের মস্তিষ্ক ২৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে থাকে।
· আঠারশো শতক হতে মানুষের গড় আইকিউ প্রতি শতাব্দীতে ১.৬ পয়েন্ট করে কমছে!
এরকম আরও অনেক মজার বিষয় আছে মস্তিস্ককে ঘিরে যার সবটা হয়ত এখানে বলা সম্ভব নয়।
তবে এটুকু বলতে পারি, আপনি যদি অবসরে মস্তিষ্ক নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে
নিশ্চিত ভাবনার খোরাক পাবেন! আসলে আপনি মস্তিষ্ক নিয়ে ভাবছেন মস্তিষ্ক দিয়েই!
No comments