Header Ads

Header ADS

ব্লগিং নিয়ে কিছু মজার তথ্য



বর্তমান যুগে আমরা সবাই কমবেশি ব্লগ শব্দটির সাথে পরিচিত। Blogspot প্রথম ইন্টারনেট এ আসে ১৯৯৯ সালে এবং WordPress আসে ২০০৩ সালে। আসলে ব্লগিং দুনিয়াতে এই দুটি প্লাটফর্ম এর কারনে ব্লগের জনপ্রিয়তা এক লাফে কয়েক গুন বেড়ে যায়। তবে ব্লগ এর ইতিহাস শুরু কিন্তু আরও বেশ আগে। আসুন আজ জেনে নেই এই ব্লগ সম্পর্কে কিছু অজানা তথ্য।



ü ইতিহাসের প্রথম ব্লগার Justin Hall। ১৯৯৪ সালে তিনি তার প্রথম ব্লগ টি প্রকাশ করেন।
ü ব্লগিং এ সবচেয়ে জনপ্রিয় দুটি প্লাটফর্ম হচ্ছে WordPress ও Blogspot।  WordPress বেশ পরে আসলেও জনপ্রিয়তায় Blogspot কে ছাড়িয়েছে অনেক আগেই।
ü ব্লগারদের মধ্যে শতকরা ৪০ ভাগই WordPress প্লাটফর্ম ব্যাবহার করে।
ü ১৯৯৯ সালে ইন্টারনেট এ ব্লগের সংখ্যা ছিল মাত্র ২৩ টি। বর্তমানে এর সংখ্যা ১৫০ কোটি! এর মধ্যে ৬০ কোটি ব্লগ WordPress প্লাটফর্মে আছে!
ü প্রতি অর্ধ সেকেন্ডে একটি করে নতুন ব্লগ তৈরি হচ্ছে!
ü ৬০ শতাংশেরও বেশি ব্লগের ভাষা ইংরেজি, এরপরে আছে স্প্যানিশ, পর্তুগিজ ও ইন্দোনেশিয়ান।
ü অর্ধেকেরও বেশি ব্লগারদের একের অধিক ব্লগ সাইট আছে। পেশাদারদের ক্ষেত্রে সংখ্যাটা গড়ে ৪! অবশ্য মাত্র ২৭ ভাগ ব্লগার পেশা হিসেবে ব্লগিং করেন।
ü সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে সবচেয়ে বেশি ব্লগ পড়া হয়।
ü আমেরিকার ৫০ শতাংশ কোম্পানি তাদের পণ্যের বিপণন ব্লগিং এর মাধ্যমে করে থাকে।
ü ব্লগ থেকে টাকা আয় করা অন্য যেকোনো কাজের চেয়ে কঠিন। শতকরা ২০ ভাগ ব্লগার কমপক্ষে ছয় বছর ধরে এই প্লাটফর্মে আছে।
ü শতকরা ৮০ ভাগ ব্লগার এমনকি ১০০ ডলারও আয় করতে পারেনি।
ü সারা বিশ্বে শতকরা ২ ভাগ ব্লগার বছরে দেড় লাখ ডলার বা তার বেশি আয় করে থাকে।
ü  পরিসংখ্যান বলছে, আপনার ব্লগ পোস্টের সংখ্যা ২১ ছাড়িয়ে গেলেই আপনি শতকরা ৩০ ভাগ বেশি ভিজিটর পাবেন।
ü যেসব আর্টিকেল এর সাথে ছবি যুক্ত আছে তাদের ট্রাফিক ৯৪ শতাংশ বেশি।
ü প্রায় দুই তৃতীয়াংশেরও বেশি ব্লগার এক বছরেরও বেশি সময় ধরে তাদের ব্লগ হালনাগাদ করেন না!
ü শতকরা ৫৩ ভাগ ব্লগার দের বয়স ২১ থেকে ৩৫ এর মধ্যে।


No comments

Theme images by RBFried. Powered by Blogger.