Header Ads

Header ADS

ফেসবুক সম্পর্কে জানা অজানা




দৈনন্দিন জীবনে ইন্টারনেট চালায় কিন্তু ফেসবুক ব্যাবহার করে না এমন মানুষ মনে হয় একজনও নেই। কিশোর কিশোরী থেকে শুরু করে বড় ব্যাবসায়ী, রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, চাকরিজীবী, প্রায় সবাই কমবেশি ফেসবুক ব্যাবহার করে থাকেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এই ফেসবুক। আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তারা সবাই এর সম্পর্কে কতোটুকু জানি ? আজকে ফেসবুক সম্পর্কে এমন কয়েকটি মজার তথ্য দিব যা জানার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন নিশ্চিত। এর অনেক তথ্যই হয়ত আপনি জানেন, আবার অনেক গুলোই আপনাকে চমকে দিবে নিঃসন্দেহে।

·       এক অর্থে ফেসবুকের জন্ম হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ডরমিটরিতে। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসম্যাশ নামের একটি সাইট তৈরি করেন এই ডরমিটরিতে বসে। পরবর্তীতে ফেসম্যাশ কেই ঘসে মেজে ফেসবুক নামের সাইট টি তৈরি করেন তিনি। ফেসম্যাশ এ দুইজন মানুষের ছবি পাশাপাশি দিয়ে তুলনা করতে বলা হতো এবং এই সাইট এ গিয়ে মানুষ তুলনা করত বা রেটিং দিতো।
·       মার্ক জাকারবার্গ লাল এবং সবুজ এই দুটি বর্ণের ব্যাপারে বর্ণান্ধ। আর নীল রঙ তার প্রিয় রঙ। তাই ফেসবুকে এতো নীলের আধিক্য। একটি ইন্টারভিউতে তিনি বলেন, তিনি নীল রঙ এর পুরোটা দেখতে এবং বুঝতে পারেন।
·       সারা বিশ্বে ৩৫ কোটি খুবই নিয়মিত ফেসবুক ব্যাবহারকারি আছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি প্রতিদিন তাদের স্ট্যাটাস হালনাগাদ করে থাকেন। প্রতি মাসে ফেসবুকে ২৫০ কোটিরও বেশি ছবি আপলোড করা হয়।
·       সর্বপ্রথম ২০০৪ সালে ফেব্রুয়ারীর ৪ তারিখে ফেসবুক ইন্টারনেট এ আসে। তখন অবশ্য এর নাম ছিল “thefacebook.com”।
·       ফেসবুক এ সর্বপ্রথম ছবিটি ছিল মার্কিন অভিনেতা আল পাচিনোর।
·       শুরুর দিকে ফেসবুক “awesome” বাটন চালু করতে চেয়েছিল। তবে মার্ক জাকারবার্গ এর ব্যাক্তিগত পছন্দ ছিল “like” বাটন, পরে এটাই প্রতিষ্ঠিত হয়।
·       ফেসবুককে যদি একটা দেশ মনে করা হয় তাহলে জনসংখ্যার দিক দিয়ে এটি হবে পঞ্চম বৃহত্তম দেশ!
·       সিরিয়া, চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া এবং ইরানে ফেসবুক নিষিদ্ধ।
·       বেশ কয়েকবার চেষ্টা করেও গুগল, মাইক্রোসফট এবং ইয়াহুর মত কোম্পানি ফেসবুককে কিনে নেয়ার চেষ্টা করেও পারেনি।
·       ২০১৩ সালের একটি গবেষণায় দেখা যায় মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যাবহার করলে যে কেউ মানসিক ভারসাম্য হারাতে পারে।
·       বর্তমানে ফেসবুক এ ২০ লক্ষেরও বেশি বিজ্ঞাপনদাতা রয়েছেন।
·       ২০১০ সালের সমালোচকপ্রিয় হলিউড সিনেমা “The Social Network” ফেসবুককে কেন্দ্র করে নির্মাণ করা হয়। অবশ্য এই সিনেমাটি মার্ক জাকারবার্গ এর খুব একটা পছন্দ হয় নি।
·       প্রতি সেকেন্ডে ৮ জন করে নতুন ফেসবুক ব্যাবহারকারি তৈরি হচ্ছে।
·       ২০১৫ সালে পুরো বিশ্বের মোট মোবাইল ইন্টারনেট ব্যাবহারের ২২ শতাংশ ছিল ফেসবুককে কেন্দ্র করে।
·       রাত ১০ টা থেকে ১১ টার মধ্যে যে পোস্ট গুলো ফেসবুক এ করা হয় তাদের দেখা হয় সবচেয়ে বেশি।
·       আশ্চর্যজনক হলেও সত্যি ছবির চেয়ে ভিডিও বেশি শেয়ার হয় ফেসবুক এ। গড়ে প্রতিটি ভিডিও ৮৯ বার করে শেয়ার করা হয়।


No comments

Theme images by RBFried. Powered by Blogger.