Header Ads

Header ADS

কম্পিউটার সম্পর্কে মজার কিছু তথ্য




দৈনন্দিন জীবনে একবার হলেও কম্পিউটার ব্যাবহার করেননি এমন মানুষ সম্ভবত একজনও খুজে পাওয়া যাবে না। আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে কম্পিউটার নামের এই যন্ত্রটি। আধুনিক জীবন মনে হয় কম্পিউটার ছাড়া পুরোপুরি অচল। অবশ্য কালের বিবর্তনে আমরা নিজেরাই এর জন্য দায়ী। সামনের দিনগুলোতে কম্পিউটার নির্ভরতা আরও বাড়বে এতে কোন সন্দেহ নেই।
যাই হোক, আমাদের অতি পরিচিত এই যন্ত্রটি সম্পর্কে চলুন কিছু মজার তথ্য জেনে নেয়া যাক -

·        ইতিহাসের প্রথম কম্পিউটার ENIAC এর ওজন ছিল ২৭ টন এবং আয়তনে ছিল ১৮০০ বর্গ ফুট।
·        Doug Engelbart প্রথম মাউস আবিস্কার করেন ১৯৬৪ সালে যা কিনা কাঠের তৈরি ছিল।
·        HP, Microsoft এবং Apple এর মত বিশ্ববিখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলোর একটি কমন বিষয় হল তারা প্রত্যেকেই তাঁদের ব্যাবসার শুরুটা করেছিল গ্যারাজে!
·        পৃথিবীর সমগ্র মুদ্রার মাত্র ১০ ভাগ ছাপানো অবস্থায় আছে, বাকিটার অস্তিত্ব কেবল কম্পিউটার এ আছে!
·        প্রত্যেক মাসে সারা বিশ্বে নতুন নতুন পাঁচ হাজারেরও বেশি কম্পিউটার ভাইরাস মুক্তি পায়।
·        একটি কম্পিউটার যদি মানুষের মস্তিষ্কের সমান কর্মক্ষম করা যায় তাহলে তার মেমোরি হতো ৩৫৮০ টেরাবাইট।
·        প্রায় ৭০ শতাংশ ভাইরাস প্রোগ্রামার দের ভাষ্য হল, তারা বিভিন্ন অপরাধ সংগঠনের হয়ে কাজ করে।
·        গড়ে একজন মানুষ মিনিটে ২০ বার চোখের পাপড়ি ফেললেও যখন সে কম্পিউটার চালায় তখন তা কমে দাড়ায় মাত্র ৭ বার এ!
·        প্রথম হার্ড ডিস্ক টি আবিস্কার হয়েছিল ১৯৭৯ সালে এবং তার ধারনক্ষমতা ছিল ৫ মেগাবাইট।
·        প্রতিদিন যত ইমেইল আদান প্রদান হয় তার ৮০ ভাগই স্প্যাম।
·        যুক্তরাষ্ট্রে প্রতি ৮ দম্পতির ১ দম্পতির পরিচয় হয় অনলাইন এ ।
·        প্রতিদিন গড়ে ত্রিশ হাজার ওয়েবসাইট হ্যাক হয়!
       

এরকম আরও অনেক মজার তথ্য আছে কম্পিউটার সম্পর্কে। তবে কম্পিউটার যে বর্তমান বিশ্বের অন্যতম সৃষ্টিশীল একটি আবিস্কার তা নিয়ে মনে হয় কেউই দ্বিমত পোষণ করবেন না। 


No comments

Theme images by RBFried. Powered by Blogger.