Header Ads

Header ADS

ইউটিউব সম্পর্কে কিছু মজার তথ্য




প্রতিদিন ইন্টারনেট চালায় আর ইউটিউব চেনে না এমন মানুষ মনে হয় একজনও খুজে পাওয়া যাবে না। এই ইউটিউব সম্পর্কে অনেক অজানা তথ্য আছে যা হয়ত আমরা অনেকেই জানিনা। না জানা সত্ত্বেও ইউটিউব আমাদের কত আপন তা না বললেও চলে। এই অজানা তথ্য ভাণ্ডার থেকে চলুন কয়েকটি মজার তথ্য জেনে নেই।

·       ২০০৫ সালে ভ্যালেনটাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সর্বপ্রথম ইউটিউব ইন্টারনেট এ আবির্ভূত হয়। আবির্ভূত হওয়ার ঠিক দুই মিনিট পর ইউটিউব এ প্রথম ভিডিও প্রচারিত হয়।
·       ইউটিউব এর তিন প্রতিষ্ঠাতা Chad Harley, Steve Chen এবং Jawed Karim পেপাল এর কর্মী ছিলেন।
·       গুগল ২০০৬ সালের অক্টোবর মাসে ১৬৫ কোটি ডলারে ইউটিউব কে কিনে নেয় যা তখনকার হিসেবে অনেকের মতেই ছিল “মস্ত বড় ভুল বিনিয়োগ”!
·       ২০০৭ সালের আগস্ট মাসে সর্বপ্রথম ইউটিউব এ বিজ্ঞাপন প্রচার শুরু হয়।
·       ইউটিউব এর সর্বমোট ৯৮ টি সংস্করন রয়েছে। অর্থাৎ বিভিন্ন দেশ তাদের সুবিধামত ভাষায় এসব সংস্করন চালাতে পারে।
·       বিভিন্ন সময়ে ২৫ দেশে ইউটিউব বন্ধ ছিল সেন্সরশিপ এর কারনে।
·       ইউটিউব এর বার্ষিক আয় পনেরোশো কোটি ডলার। জি, আপনি ঠিকই শুনেছেন পনেরোশো কোটি ডলার!
·       আমেরিকানরাই সবচেয়ে বেশি ইউটিউব প্রেমিক। ১৮ থেকে ৪৯ বছর বয়সী ৮০ ভাগ আমেরিকান প্রতি মাসে কমপক্ষে একটি ইউটিউব ভিডিও দেখে।
·       আশ্চর্যজনক হলেও সত্যি, ফুটবলার রোনাল্ডিনহের একটি প্র্যাকটিস ভিডিও সর্বপ্রথম ১ মিলিওন বা ১০ লক্ষের ভিউ তৈরি করে। এটি ২০০৫ সালের ঘটনা।
·       “গ্যাংনাম স্টাইল” গানটি সর্বপ্রথম ১ বিলিয়ন বা ১০০ কোটির ঘর ছাড়ায়।
·       লুইস ফন্সির “দেস্পাসিত” বর্তমানে ভিউ এর দিক থেকে সবচেয়ে জনপ্রিয় ভিডিও।
·       এখন পর্যন্ত প্রায় ৭০০ কোটি বৈধ ভিডিও ইউটিউব এ আপলোড করা আছে!
·       কেউ যদি গড়ে প্রতিটা ভিডিওর ২০ সেকেন্ড করে দেখে তাহলে তার সময় লাগবে ৫৮০০০ বছর!
·       বর্তমানে ইউটিউব হল দ্বিতীয় সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন। এটির সার্চ এর সংখ্যা মিলিত ভাবে “বিং” এবং “ইয়াহু” এর চেয়ে বেশি।
·       টনি ব্লেয়ার হচ্ছেন প্রথম কোন বিশ্ব নেতা যার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। তিনি এই উদাহারনটি সৃষ্টি করেন ২০০৭ সালে।


2 comments:

  1. Funny and enjoyable.... Need more writing like this. By the way... I am also a writer and I want to sent my writing.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your comment and opinion. yes you can contribute our site by writing. see "You can write" section in the top.

      Delete

Theme images by RBFried. Powered by Blogger.