Header Ads

Header ADS

Contribute this site

আপনিও লিখুন।

সবাইকে "মেঘের ছায়া" থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের মধ্যে অনেকেরই লেখালেখির অভ্যাস আছে এবং তা এতো ভালমত আছে যে আপনি হয়ত নিজেই জানেন না! ভাল একটি লেখা পড়ে হয়ত আপনার কাছে কখনো মনে হয়েছে, আমিও তো লিখে চেষ্টা করতে পারি। সেই সুযোগটা আপনি পেতে পারেন আমাদের এই সাইট থেকে। আপনাকে লেখার সম্মানী হয়ত এই মুহূর্তে আমরা দিতে পারব না, কিন্তু লেখা যদি ভাল হয় তাহলে তা অনেক মানুষের কাছে হয়ত পৌঁছে দিতে পারব, এটা কিন্তু একজন লেখকের আগ্রহ বাড়ানোর জন্য কম কথা নয়!

লেখা পাঠানোর নিয়ম টা বলে নেই,
১. লেখা বাংলায় হলে ভাল হয়, তবে ইংরেজিতেও পাঠাতে পারেন।
২. লেখার ভাষা যেটাই হোক MS Word file এ পাঠাতে হবে। অন্যকোনো ফরম্যাট এ ফাইল জমা নেয়া হবে না।
৩. লেখা পাঠাবেন এই ইমেইল এ - saihamkayes@gmail.com তাছাড়া আপনার কোন প্রশ্ন থাকলেও ইমেইল করতে পারেন।
৪. লেখার Heading টা bold করে দিবেন যাতে স্পষ্ট বোঝা যায়। লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ইমেইল এ attach করে দিবেন এবং নাম্বার দিয়ে দিবেন যেন বোঝা যায় কোন কোন জায়গায় ছবি গুলো প্লেস করতে হবে। অন্য কোন সাইট থেকে কপি পেস্ট কর =বেন না প্লিজ।
৫. লেখা পাঠানোর পরে সাইট এর recent কোন একটা পোস্ট এ কমেন্ট করে রাখলে ভাল, কারন তাহলে আরও বেশি confirm করা হল।
৬. বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমি বলব, আপনার ইচ্ছাই চূড়ান্ত, তবে আমাদের সাইট এর topics গুলোর সাথে মিল রেখে লেখা পাঠালে তা publish হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
৭. লেখা পাঠানোর পর সাধারণত ৩-৫ দিনের মধ্যেই publish হয়ে যাবে যদি আপনার লেখায় বানান এবং ব্যাকরন গত বড় ধরনের কোন ত্রুটি না থাকে।
৮. লেখায় কোন প্রকার কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে তা কোন মতেই  publish  করা হবে না, এক্ষেত্রে আমার সিদ্ধান্তই চূড়ান্ত।
৯. পরিশেষে এতোটুকু বলতে চাই, পারিশ্রমিকের জন্য না হোক, Online Content এ বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে আসুন আপনিও।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.