Header Ads

Header ADS

গুগল সম্পর্কে কিছু মজার তথ্য





ইন্টারনেট এর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। এর বিশালতা সম্পর্কে ধারণা পেতে একটা তথ্য দেয়া যাক, আপনি যখন আপনার গুগল ট্যাব এ কিছু লিখে সার্চ করবেন সেই সার্চ এর ফলাফল পেতে সাধারণত সময় লাগে এক সেকেন্ডের কিছু ভগ্নাংশ সময়, আর এই ব্যাপারটা দেখভাল করার জন্য গুগল নিয়োগ দিয়েছে কয়েক লক্ষ কর্মী! অর্থাৎ তাদের কাজ কেবল এই ভগ্নাংশ সময়ের ব্যাপারটা দেখা! যাই হোক, এটা তো গেল কেবল একটা বিষয়, এরকম আরও অনেক মজার বিষয় আছে গুগল কে নিয়ে যা আমরা অনেকেই জানিনা। চলুন কিছুটা জেনে নেয়া যাক।

ü চালু হওয়ার সময় গুগলের নাম ছিল Backrub।
ü অংকশাস্ত্রে একটা পরিমাপ হল Googol, এর অর্থ হল ১ এর পরে ১০০ টা শূন্য দিলে যে সংখ্যা হয়। মূলত Googol বানান টিকে সামান্য পরিবর্তন করে সার্চ ইঞ্জিন টির নাম Google রাখা হয়।
ü অনেকেই মনে করেন এই নাম এর একটা অর্থ অসীম ইন্টারনেট ডাটা যার শুরু আছে কিন্তু শেষ নেই।
ü সেপ্টেম্বর’ ১৯৯৮ সালে চালু হওয়ার সময় গুগলের হেডঅফিস করা হয় সান্টা মারগারিটা আভেনিউ এর একটি গারাজে (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র) এ।
ü ২০০৪ সালের ১ এপ্রিল যখন জিমেইল চালু করা হয় তখন সবাই ভেবেছিল এটা গুগল এর তরফ থেকে ব্যাবহারকারিদের প্রতি এপ্রিল ফুল!
ü ২০১০ সাল থেকে গড়ে প্রতি সপ্তাহে একটি করে কোম্পানি অধিগ্রহন করছে গুগল।
ü প্রতিদিন ১০০ কোটিরও বেশি সার্চ ফলাফল সামলায় গুগল, আর এর জন্য গুগল ব্যাবহার করে ১০ লক্ষেরও বেশি কম্পিউটার।
ü গুগল মজিলাকে বছরে ১০ লক্ষেরও বেশি ডলার দেয় কেবলমাত্র মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার এ গুগল সার্চ ইঞ্জিনটি বসানোর জন্য।
ü গুগল প্রতিদিন গড়ে ২০ পেটাবাইট বা ২০০০০০০০০০০০০০০০০ বাইট তথ্য আদানপ্রদান করে।
ü আগস্ট ১৬, ২০১৩ সালে গুগল ৫ মিনিটের জন্য বন্ধ হয়ে যাওয়ায় ইন্টারনেট ট্রাফিক কমে গিয়েছিল ৪০%।
ü গুগল ট্রান্সলেটর ৩৪৫ টি ভাষায় পরস্পর অনুবাদ করতে পারে।
ü “I’m feeling lucky” গুগলের সবচেয়ে কম জনপ্রিয় ফিচার গুলোর একটি। কিন্তু একবার পরিক্ষামুলক ভাবে তা বন্ধ করা হলে দেখা যায় বেশিররভাগ ব্যাবহারকারিরা অস্বস্তিতে ভুগছেন!
ü গুগল ম্যাপ এর ট্রাফিক মাপার কৌশল হল, সে পরীক্ষা করে অ্যান্ড্রয়েড ফোনগুলো রাস্তায় কি গতিতে চলছে।
ü এখন পর্যন্ত গুগল এ সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ডোনালড ট্রাম্প এর নাম, এর পরেই আছে হিলারি ক্লিনটন এবং মাইকেল ফেল্পস এর নাম।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.